বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
বগুড়ায় মহাসড়কে বিদেশি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির সময় মাহবুব খান (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, রংপুরের মিঠাপুকুর থেকে ফরিদপুরের টেকেরহাটগামী মুরগির খাদ্য বোঝাই দুটি ট্রাকের একটির চাকা পাংচার হলে চালক ফরহাদ মিয়া ট্রাক থামান। তখন মোটরসাইকেলযোগে তিনজন ডাকাত এসে অস্ত্রের মুখে চালক ও হেলপারের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। চালকের চিৎকারে সিএনজি-টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও আরেক সদস্য মাহবুবকে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে। তবে, লুণ্ঠিত নগদ টাকা উদ্ধার হয়নি। 

আরও পড়ুন: ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার

গ্রেফতার মাহবুব বগুড়ার শাজাহানপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও খুনসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে ডাকাতি ও অস্ত্র আইনে শাজাহানপুর থানায় দুটি মামলা দায়ের হয়েছে। 


শাজাহানপুর থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, লুটের টাকা উদ্ধারে চেষ্টা চলছে। পাশাপাশি বাকি আসামিদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন