মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা গাবতলী উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চারজন ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীর বাড়িতে যান।
সেখানে তারেক রহমানের দেয়া চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারের খোঁজ-খবর নেন জেলা যুবদল। পরবর্তীতে তাদের চিকিৎসা সহায়তায় পাশে থাকার অঙ্গীকার করেন।
যুবদল নেতাকর্মীরা গাবতলী উপজেলার লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যানসার রোগী রেজাউল করিম, লাংলু মধ্যপাড়া গ্রামের রোগী সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রোগী আকমাত উল্লাহকে সহায়তা দেয়া দেন। পরে লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিমদের উন্নতমানের খাবারে সহযোগিতা করা হয়।
আরও পড়ুন: আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি গ্রেফতার
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় গাবতলীর মানুষের খোঁজ খবর রাখেন, আজকের সহযোগিতা তার নির্দেশে দিতে এসেছি।’
এ সময় খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়াও চান তিনি। যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান।
]]>