বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এরআগে গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ওই গ্রামের তিনটি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েন। এরপর থেকে তিনটি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছিলেন। গণমাধ্যমে তাদের দুর্দশার খবরটি প্রচার হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়ে। তারেক রহমান দেওয়া সহায়তার অর্থ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
আরও পড়ুন: শৃঙ্খলা দুর্বলতা নয়, বিএনপির শক্তি: তারেক রহমান
সহায়তার অর্থ তুলে দিতে গিয়ে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদ্য অনুষ্ঠিত ডাকসু এবং জাকসু নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ওই দু’টি নির্বাচনে অনেক কারসাজি এবং পক্ষপাতিত্ব হয়েছে। যে কারণে তাতে জেনজি হিসেবে পরিচিত এই প্রজন্মের ছেলে-মেয়েদের ইচ্ছের কোন প্রতিফলন ঘটেনি। কারণ তারা যাদের চেয়েছিলেন তারা বিজয়ী হননি।
আসছে জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আতিকুর রহমান রুমন আরও বলেন, ওই নির্বাচনগুলো ছিল অঞ্চলভিত্তিক এবং ছোট পরিসরে। ফলে এর কোন প্রভাব জাতীয় নির্বাচনে পাড়বে না। বরং আমরা মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাব।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার সময় অন্যদের মধ্যে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, আবু হানিফ, হাসনাইন নাহিয়ান সজীব ও হাসানুর রহমান উপস্থিত ছিলেন।
]]>