বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চড়া দ্রব্যমূল্যের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ গত চার মাসে একবারও পাননি টিসিবির পণ্য। হতাশ হয়ে প্রতিদিনই তারা ধরনা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে।
মূলত জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শিবগঞ্জ উপজেলার ২৭ জন ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা গা ঢাকা দিয়েছেন। এতে উপজেলার ১৬ হাজার ২৩৭ উপকারভোগীর মাঝে স্বল্প দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ।
ভোক্তারা জানান, টিসিবির পণ্য মিলছে না গত ৪ মাস ধরে। পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম লাগামছাড়া। এতে খাবার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।
আরও পড়ুন: বুধবার থেকে ট্রাকে আলু বেচবে টিসিবি, কেজি কত?
শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম বলেন, ডিলাররা না থাকায় পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।
টিসিবি কর্মকর্তা বলছেন, ডিলাররা বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ আছে। তবে দ্রুত শুরু হবে এই কার্যক্রম।
টিসিবির যুগ্ম পরিচালক সাদ্দাম হোসেইন বলেন, খুব শিগগিরই ডিলার নিয়োগ দিয়ে সাময়িকভাবে উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, বগুড়া জেলায় ৩৪৩ জন টিসিবির ডিলার আছেন।
]]>