বগুড়ায় ড্রেনের পাইপে পড়ে শিশু নিখোঁজ

৪ সপ্তাহ আগে
বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিখোঁজ শিশুটির নাম মো. ফাইম বাবু (৩)। সে ওই এলাকার সোহেল রানার ছেলে।
 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফাঁকা জায়গায় ফাইম একটি প্রতিবেশী শিশুর সঙ্গে পানি খেলছিল। এক পর্যায়ে পা পিছলে একটি ড্রেনের পাইপে পড়ে যায় সে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ডাকাতির পর শ্বাসরোধে হত্যা করা হয় শ্বশুর ও পুত্রবধূকে

পরবর্তীতে ফাইমের সঙ্গী শিশু বিষয়টি তার পরিবারকে জানালে স্থানীয় লোকজন ড্রেন এবং আশপাশের ডোবা এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করে।
 

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন