নিহতের নাম আবু বক্কর সিদ্দিক (৫৫)। তিনি ওই গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সময় আবু বক্কর সিদ্দিক বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথে মারামারি দেখে তিনি তা থামানোর চেষ্টা করেন। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আবু বক্করের মাথা ও ঘাড়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একই গ্রামের মো. আতাউর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও দৃষ্টি (১৫), সেফা (৩৫) ও জেমি আক্তার (৩৮) বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বগুড়া-১ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল স্বতন্ত্র লিপির
নিহতের মেয়ে হিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী দুই পক্ষের জমিজমা সংক্রান্ত একটি পূর্ববর্তী মামলায় বাবা সাক্ষী ছিলেন। ওই মামলার জেরে এবং বিরোধ থামাতে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আসামিদের ফাঁসি চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·