রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
এ সময় ব্যাংকের ভেতরে অবস্থানরত ম্যানেজার ও নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়া থেকে শাখাটি রক্ষা পায়।
আরও পড়ুন: রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মাসুদ রানা জানান, রাত আনুমানিক ৩টার দিকে বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। প্রথমে নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আমাকে জানান। পরে আমরা দু’জন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও জানান, ব্যাংকের মূল ফটকের নামফলক ও বারান্দার কিছু আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভ্যন্তরীণ কোনো কাগজপত্র বা অবকাঠামোর বড় ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে তদন্ত করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
]]>
২ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·