বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ সাংবাদিক আহত

২ সপ্তাহ আগে
বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকার লাবাম্বার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।


আহতরা হলেন: মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিবেদক খোরশেদ আলম ও স্থানীয় অনলাইন পোর্টাল বগুড়া লাইভের প্রতিবেদক আসাউদ্দৌলা নিয়ন। তারা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আহত নিয়ন ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন।


হামলার শিকার দুই সাংবাদিক জানান, রোববার দুপুরে তারা জলেশ্বরীতলার লাবাম্বার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেন। কোনো কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা দুই সাংবাদিককে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে পাঠিয়ে দেয়।


আরও পড়ুন: এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলায় এসআরএফের নিন্দা


মানবজমিনের বগুড়া প্রতিবেদক প্রতীক ওমর বলেন, ‘সাংবাদিকদের সুরক্ষা আইন ও বিচারহীনতার সংস্কৃতির জন্য বারবার হামলার ঘটনা ঘটছে। দ্রুত জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি জানাই।’


বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ‘গুরুত্বের সঙ্গে সাংবাদিকদের ওপরে হামলার ঘটনাটি দেখা হচ্ছে। জেলা পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন