এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হুসাইন জানান, শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের একটি কনভেনশন সেন্টারে জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দিচ্ছিলেন।
বক্তৃতাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে শুইয়ে পানি খেতে দেয়া হয়। তিনি সেখানে নিথর হয়ে পড়েন। তাকে দ্রুত শহরের একটি বেসরকারি সিবি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত
সিবি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আহসানুল কাদির জানান, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর সব রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন জানান, আব্দুল কাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি। তিনি ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদ থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।
তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে। তিনি এক সময় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন।