মঙ্গলবার (২৪ জুন) দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন ১, ২, ৩ ও ৪ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ৫ কোটি ২৭ লাখ ১৪ হাজার ২৩৯ টাকার চেক হস্তান্তর করে সিলেট সিটি করপোরেশনের।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বকেয়া বিদ্যুৎ বিলের চেক হস্তান্তর করেন।
আরও পড়ুন: মুদি দোকানীর বিদ্যুৎ বিল ১৩ লাখ টাকারও বেশি, হতবাক সবাই
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।