ফাহমিদা নবী তার ভাই ও বোন সংগীতশিল্পী সামিনা চৌধুরী মেয়েকে নিয়ে বইমেলা প্রাঙ্গনে ঘুরতে এসেছিলেন। গতবারের চেয়ে এবারের বইমেলা তার জন্য একটু বিশেষ গুরুত্বপূর্ণ।
কারণ এবারের বইমেলায় ফাহমিদা নবীর লেখা প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ফাহমিদা নবীর ডায়রী। বইটিতে নিজের জীবনের উপলব্ধি প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে ফাহমিদা বলেন, নতুন এ বইটির পাতায় পাতায় জীবনের চলমান উপলব্ধির কিছু কথা লেখা হয়েছে।
আরও পড়ুন: ঈদে আসছে সালমা ও জুয়েলের ডুয়েট গান ‘বরবাদ’
কীভাবে লেখালেখির সঙ্গে যুক্ত হলেন ফাহমিদা নবীর কাছে জানতে চাইলে সময় সংবাদকে তিনি বলেন, আসলে জীবনে গান, জীবনের গল্প, জীবনের উপলব্ধি সবকিছুই একটি অপরটির সাথে ভীষণভাবে জড়িত। জীবন ছাড়া গান আর গান ছাড়া জীবন আমার কাছে একবারেই কোনো মানে রাখে না। এভাবেই পথ চলছি, আর পথ চলতে চলতে সাহস করেই একটা বই লিখে ফেলেছি। এবারের বই মেলায় বইটা প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: বইমেলায় এলো মডেল সিফাত নুসরাতের প্রথম থ্রিলার উপন্যাস ‘রুহি’
প্রসঙ্গত, বাংলা একাডেমি প্রাঙ্গনে উদযাপিত বইমেলা প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এ বছর বইমেলায় অংশ নিয়েছে ৭০৮টি প্রকাশনী।
]]>