বুধবার (১ অক্টোবর) গেরিনার অফিসিয়াল পেজে এই ঘোষণা দেয়া হয় যা কিনা ই স্পোর্টস কমিউনিটির জন্য বিশাল এক চমক।
রক সাউন্ড আর সোলফুল ভোকালসের মিশেলে গানটি শুধু সংগীত নয়, বরং গ্র্যান্ড ফাইনালকে ঘিরে উত্তেজনার নতুন অ্যান্থেম হিসেবে ধরা হচ্ছে। আয়োজকরা বলছেন, এটি বাংলাদেশের বৈশ্বিক ফ্রি ফায়ার মঞ্চে আত্মপ্রকাশের প্রতীকী সুর।
ভক্তদের প্রত্যাশা, ফাইনালের দিন এই গান এক নতুন মাত্রা যোগ করবে ফ্রি ফায়ারসহ দেশের ই স্পোর্টস দুনিয়ায়।
আরও পড়ুন: কার হাতে উঠছে ফ্রি-ফায়ার ওয়ার্ল্ড সিরিজের টিকিট?
৩ অক্টোবর ক্ল্যাশ স্কোয়াড মোডে শুরু হবে মহারণ। পুরস্কার ৬ লাখ টাকা। কিন্তু আসল যুদ্ধ ৪ অক্টোবর ব্যাটেল রয়্যাল মোডে, যেখানে থাকছে ৬০ লাখ টাকার বিশাল পুরস্কার। এখান থেকেই নির্ধারিত হবে সেই দুই দল, যারা নভেম্বরের গ্লোবাল ফাইনালে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশের পতাকা উড়াবে।
শেষ লড়াইয়ে নামছে দেশের পরিচিত ও আলোচিত দলগুলো। রেডহকস, যারা এরইমধ্যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। জ'ব্রেকার, ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে দুই ফাইনালেই। আর শেষ মুহূর্তে কোয়ালিফাই করা বাংলাদেশ টপ ১ যাদের ঘিরে তৈরি হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে নাটকীয় আন্ডারডগ গল্প।
আরও পড়ুন: ভূমিকম্পে লন্ডভন্ড মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের অনুষ্ঠান
ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ নিয়ে উত্তেজনা চলছে পুরো ই স্পোর্টস কমিউনিটিতে। ঢাকার আইসিসিবি’র হল-৪-এ বসছে সবচেয়ে বড় ওয়াচ পার্টি। পাশাপাশি এই আয়োজন বসবে দেশের আটটি বিভাগেও।