বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, ‘রায় কার্যকরের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে এবং একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবো। ভারত যতদিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দিবে না ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’
তিনি বলেন, ‘সরকার এরইমধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি পালন করেছে। তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা অসংখ্য খুনের খুনি শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শেষ করেছে। এটি সরকারের একটি সফলতা। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো পরিষ্কার করে প্রতিশ্রুতি অনেকাংশে পূরণ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের পথে যেতে চাই এবং একটি সুষ্ঠু গণভোট চাই। আগামীতে বাংলাদেশে করাপটেড সিস্টেমগুলো সংস্কারের বিপক্ষে যারা থাকবে, গণভোটে যারা না এর পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থী হতে পারে না। আগামী এনসিপি তাদের সঙ্গে পথ চলতে পারে যারা আগামীতে সংস্কারের পক্ষে থাকবে, গণভোটের পক্ষে থাকবে এবং বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে।’
আরও পড়ুন: নির্বাচনের আগে হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি সারজিসের
সারজিস বলেন, ‘সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইবো এই নির্বাচনে যদি তারা লেবেল প্লেয়িং ফিল্ড করতে চায় এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে চায় তাহলে বাংলাদেশে প্রশাসনকে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন সংশ্লিষ্ট অফিসারসহ যারা থাকবেন তাদের প্রত্যেকের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এই জায়গায় বিগত সময়ে দলান্ধ তোষামোদকারী বা দলীয় পরিচয়ে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা ও ফায়দা নিয়েছে তাদেরকে যেন বিন্দুমাত্র স্থান না দেয়া হয়। আমরা মনেকরি আগামীতে যদি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো প্রশাসনকে সহযোগিতা করে এবং প্রশাসনও যদি তাদের পেশাদারিত্ব বজায় রাখে তাহলে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শইমী ইমতিয়াজ, আলোয়াখোয়া রাশ মেলা কমিটির সাধারণ সম্পাদক মো শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আটোয়ারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকারসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

২ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·