ফ্যাসিস্ট ছিলেন না বলে দাবি বিএনপিতে যোগ দেয়া ৩ ইউপি সদস্যের

৩ দিন আগে
আমরা কখনোই ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলাম না, দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে ভালোবেসে বিএনপিতে যোগ দিয়েছি বলে মন্তব্য করেছেন দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপিতে যোগদানকারী তিন ইউপি সদস্য।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘোড়াঘাটের রানিগঞ্জ বাজারে এক সংবাদ সন্মেলনে তারা এসব কথা বলেন।

 

লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা ওহিদুজ্জামান, সোনা মিয়া ও মফিজুল হক সিংড়া ইউনিয়ন পরিষদের ২.৩.৮ নং ইউপি সদস্য।  আমরা দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ২৩ সেপ্টেম্বর বিএনপিতে যোগদান করি। আমি ওহিদুজ্জামান গত ২০১১সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর ইউনিয়ন কমিটির বায়তুল সম্পাদক পরে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। অন্য দুজন তারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। গত ২৪ তারিখ ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামী সংবাদ সন্মেলন করে। যাতে তারা আমাদের বিরুদ্ধে আওয়ামী সরকারের দোসরের অভিযোগ আনে।

 

আরও পড়ুন: জীবনের নিরাপত্তা চেয়ে গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা সভাপতির জিডি

 

আমার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের যে অভিযোগ করা হয়েছে এ সংক্রান্ত কোনো চিঠি বা কাগজপত্র পাইনি। যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা কখনোই এ ধরণের কাজে কখনোই জড়িত ছিলাম না বা তারা প্রমাণ দিতে পারবে না বলেও অভিযোগ করেন তিনি।

 

এ সময় সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন