ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাহমুদুর রহমানের

৩ সপ্তাহ আগে
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার দেশের পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ নিয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

মাহমুদুর রহমান বলেন, ‘বড় দলগুলো ঐক্যবদ্ধ না হলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। ফ্যাসিবাদী অপশক্তি আবারও সংগঠিত হচ্ছে।’

 

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আগে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হয়েছিল, সেভাবেই আবারও কাজ করতে হবে। কঠিন সময় সামনে আসছে। তাই বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে এক হতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘মিডিয়ার একটি বড় অংশ ফ্যাসিবাদকে লালন করেছে। এখনো সেই শক্তি থেকে পুরোপুরি মুক্ত হয়নি দেশ। সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা। কিছু সাংবাদিকদের ব্যাংকে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। মিডিয়া হাউসগুলো আগের মতোই আছে, সেখানে শুদ্ধি অভিযান চালানো হয়নি। কিছু সাংবাদিক সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন। তারা এখনও বহাল তবিয়তে আছেন।’

 

আরও পড়ুন: শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে জাতীয় পার্টি: রিজভী

 

মাহমুদুর রহমান বলেন, ‘পাশের দেশের শাসক শ্রেণি এখনো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। যে কোনো সময় ছোবল মারতে পারে। তাই ঐক্যের বিকল্প নেই।’

 

সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিগত ১৬ বছরের নির্যাতন ও নৃশংসতা ১৯৭১ সালে রাজাকাররাও করেনি। দেশের মানুষ বন্দি ছিল ফ্যাসিবাদের কাছে। আপোষহীন নেতা সাংবাদিক মাহমুদুর রহমান; তাই দুঃসময়ে পাশে থাকার কারণে দেশের মানুষের ভালোবাসা এখনও আছে তার প্রতি। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কখনও দেশ ছেড়ে পালাননি। পালিয়েছে স্বৈরাচার।’

 

এ সময় প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন