ফ্যাসিবাদের দোসরদের দায়মুক্তি দিতে চাইলে সেফ এক্সিটের সুযোগ থাকবে না: সাদিক কায়েম

২ সপ্তাহ আগে
অন্তর্বর্তী সরকার যদি ফ্যাসিবাদের দোসরদের দায়মুক্তি দেয়ার চেষ্টা করে, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সেফ এক্সিট পাওয়ার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদশর্নীতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

 

এ সময় সাদিক কায়েম আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধকরণে তাদের দোসরদের সমূলে উৎপাটন, মুজিববাদ নির্মূলকরণ, জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

 

আরও পাড়ুন: শিবিরের গুম হওয়া নেতাকর্মীদের ফেরত চাইলেন সাদিক কায়েম

 

এদিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে দেশে সংঘটিত গুম-খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। এ সময় দেশকে যারা অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন