কেন ফোন কভার হলুদ হয়ে যায়?
ফোনের স্বচ্ছ কভারগুলো সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এতে সূর্যালোক, তাপ, ঘাম ও ধুলাবালির প্রভাবে রাসায়নিক বিক্রিয়া হয়। ফলে কভার হলুদ বা বাদামি রঙ ধারণ করে — দেখতে হয়ে পড়ে ময়লা ও পুরনো।
ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন ফোন কাভারের চকচকে ভাব
যেসব উপকরণ লাগবে:
- বেকিং সোডা – ২ চা চামচ
- লেবুর রস – ১ চা চামচ
- টুথপেস্ট – ১ চা চামচ
- পুরনো টুথব্রাশ
- সামান্য গরম পানি
যেভাবে পরিষ্কার করবেন:
- কভারটি ফোন থেকে খুলে ফেলুন।
- একটি পাত্রে বেকিং সোডা, লেবুর রস এবং টুথপেস্ট মিশিয়ে পেস্ট তৈরি করুন।
- টুথব্রাশ দিয়ে সেই পেস্টটি কভারের হলুদ অংশে লাগিয়ে হালকা করে স্ক্রাব করুন। ৫-৭ মিনিট এভাবে ঘষুন।
- এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- শুকনো কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন।
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনটি যে ১০টি জিনিসকে অবসরে পাঠিয়েছে
খুব বেশি পুরনো বা ঘন হলুদ দাগ উঠতে সময় লাগতে পারে। সেক্ষেত্রে প্রক্রিয়াটি ২-৩ দিন পর আবার করুন। প্রয়োজনে সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। যদি কভারটি বেশি পাতলা হয়, খুব জোরে ঘষবেন না।
ভবিষ্যতে ফোনের কভার হলুদ হওয়া থেকে রক্ষা পেতে ফোন কভার নিয়মিত পরিষ্কার করুন, সপ্তাহে অন্তত একবার। সরাসরি রোদে বা তাপ লাগে এমন জায়গায় ফোন রাখবেন না।