ফেসবুকে বিয়ের খবর প্রকাশ করলেন এসপি ক্রিয়েশনের সিয়াম

২ সপ্তাহ আগে
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম বিয়ে করেছেন এমনটাই তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গিয়ে জানা গেছে। তিনি একটি পোস্টও করেছেন একটি ছবি শেয়ার করে।

এসপি ক্রিয়েশনের কর্ণধার সাইফুদ্দিন সিয়াম তার ফেসবুকে লিখেছেন, ‘স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবী কে বিয়ে করে ফেললাম।’


সিয়াম এই লেখার সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, লাজুক হাসির মুখের মেয়েটিকে আংটি পরিয়ে দিচ্ছেন তিনি।

 

আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটর কাফির মাসিক আয় কত জানেন?


এদিকে একই ছবি পোস্ট করে ইমতিয়াজ সবুজ নামের একজন তাকে অভিনন্দনও জানিয়েছেন।


ফানি কনটেন্ট তৈরির মাধ্যমে যাত্রা শুরু করেছিলো এসপি ক্রিয়েশন; যেটি পরিচালনা করেন সাইফুদ্দিন সিয়াম। প্রথমদিকে খুব একটা সাড়া না পেলেও আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা করে নেয় কন্টেন্টগুলো। দর্শকদের ভালোবাসায় মাত্র অল্প সময়েই পেইজটি ভক্তদের কাছে পৌঁছে গেছে।

 

আরও পড়ুন: কাকে বিয়ে করলেন রাবা খান?


এই প্লাটফর্মটি থেকে সিয়াম ফানি কনটেন্টের বাইরেও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, শর্টফিল্ম, নাটক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছিলেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন