জানা গেছে ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন। তাদেরই কেউ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শাকিব -সাবিলার ভালোবাসার মুহূর্ত। আসছে ঈদুল আজহায় রায়হান রাফির পরিচালনায় মুক্তি পাচ্ছে শাকিব-সাবিলার 'তাণ্ডব'।
সম্প্রতি সামাজিক মাধ্যমজুড়ে সেই শুটিংয়ের দৃশ্যটুকু দেদারসে ভাইরাল হতে শুরু করে। বিভিন্ন পেজের পাতায়, গ্রুপগুলোতে ভেসে বেড়াতে দেখা যায় সেই দৃশ্য। সেখানে শাকিব খান, সাবিলা নূরদের শটগুলো নিতে দেখা যায়।
আরও পড়ুন: সুখবর দিলেন নিশো-নাবিলা
জানা গেছে, সেই শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা। শুটিংয়ের সময় উৎসুক জনতারও ভিড় ছিল দেখার মতো। আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা। বিশেষ করে, প্রযোজনা বিভাগে এসব সেনসিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলার আসামি ১৭ অভিনয়শিল্পী
এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজেও ফাঁস হওয়া সেই শুটিংয়ের ভিডিওটি দেখা যায়। সেটি নানা গ্রুপে শেয়ার করেও নানা সমালোচনা সৃষ্টি করতে দেখা গেছে দর্শকদের মাঝে।