বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কাফি তার ভেরিফাইড ফেসবুকে একটি পেজে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে কাফি প্রথমেই লেখেন ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’।
এরপর তার স্ট্যাটাসে তিনি লেখেন, আজকে সিলেট স্টেডিয়ামে বসে আমার মানিব্যাগটি হারিয়ে যায়। মানিব্যাগের মধ্যে বেশ কিছু টাকা রয়েছে এবং ব্যাংক কার্ড ও এনআইডি কার্ড রয়েছে। কেউ পেয়ে থাকলে দয়া করে জানাবেন।
কাফি আরও লেখেন, যতদূর মনে পড়ে রংপুর জিতে যাওয়ার পর আমি যখন বের হতে ছিলাম তখন অনেক সেলফি দিতে হয়েছিল। তখন আমার খেয়াল ছিল না। তারপর এখন গাড়িতে উঠে দেখি মানিব্যাগ নাই।
আরও পড়ুন: ‘বেসুরা’য় অভিষেকের সুর
এই স্ট্যাটাসের এক ঘণ্টা পর আরও একটি পোস্ট দেন কাফি। অনুরোধ জানিয়ে লেখেন, ভালোবাসা দিতে গিয়ে মানিব্যাগ হারালাম। যাহোক, এট লিস্ট আমার এনআইডি কার্ডসহ কার্ডগুলো আমাকে ফিরিয়ে দিয়েন।
আরও পড়ুন: পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
এরপর আফসোস করে কাফি লেখেন, জীবনে এই প্রথম চুরি হলো আমার থেকে। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় আজ একটু বেশিই সেলফি দিতে হয়েছিল। সেলফি দিতে দিতে মানিব্যাগও অন্যের হয়ে গেলো। এরপর হৃদয়ভাঙার ইমোজি জুড়ে দেন তিনি।
]]>