ফেরি থেকে পাঁচ যান নদীতে পড়ে নিহত ৩: ঘটনা ৯ সদস্যের কমিটি

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে পাঁচটি যানবাহন ধলেশ্বরী নদীতে ডুবে তিনজন নিহতের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।


এ দিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা ডুবে যাওয়া যানবাহনগুলো নদী থেকে উদ্ধারে কোনো ধরণের তৎপরতা শুরু হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা ও এলাকাবাসী।


তবে বিষয়টি আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফেরি থেকে পড়ে গেল পাঁচ যানবাহন, নিখোঁজ ১


এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বক্তাবলী ঘাটের পূর্ব পাড় থেকে ২০টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হলে পেছন থেকে সামনের কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকসহ, দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যানগাড়ি নদীতে ডুবে যায়। এ সময় অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন প্রবাসী মাসুদ, ভ্যানচালক স্বাধীন ও মোটরসাইকেল আরোহী রফিক। 


পরে স্থানীয়রা আহত অবস্থায় রফিককে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরে কোস্ট গার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। রাত ২টা পর্যন্ত অভিযানে ফেরির নিচ থেকে একে একে উদ্ধার হয় নিখোঁজ ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদের মরদেহ। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর উদ্ধার অভিযান শেষ হয়।


এ দিকে, রোববার (২১ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামসহ নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।


আরও পড়ুন: ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩


তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার অভিযানসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, ‘ফেরি থেকে ৫টি যানবাহন নদীতে ডুবে গিয়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোনো নিখোঁজের খবর আমাদের কাছে নেই। নদীর গভীরতা পরীক্ষা-নিরীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার অভিযান শুরু করা হবে।’


এ দিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম বলেন, ‘গত রাতে আমরা ঘটনা শুনেছি। নিহত তিনজনের মরদেহ রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আজকেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। নিহত একজনের পরিবারের সঙ্গে কথা বলেছি। সার্বিক বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’


তিনি আরও বলেন, ‘আমরা আরও তদন্ত করব। আমাদের কার্যক্রম চলমান আছে। ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আমরা সেই ব্যবস্থা নেব।’

]]>
সম্পূর্ণ পড়ুন