ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেবে ইরান

২ সপ্তাহ আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে যেকোনো আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেয়া হবে বলে সতর্ক করেছেন ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মেজর জেনারেল পাকপুর এক বার্তায় এই সতর্কবার্তা দেন।

 

এ হামলাকে মার্কিন বিমান বাহিনী সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দফতর হিসেবে কাজ করে এমন ঘাঁটিতে একটি শক্তিশালী এবং বিধ্বংসী হামলা হিসেবে বর্ণনা করেছে ইরানি বাহিনী। 

 

▶️ The moment IRGC Chief Major General Pakpour announced the launch code for Operation Tidings of Victory.

Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/QRTs5vcVOH

— Press TV 🔻 (@PressTV) June 23, 2025

 

গেল রোববার সকালে ইরানের উত্তর-মধ্য এবং মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। 

 

আরও পড়ুন: ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প

 

আইআরজিসির কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বোকা’ এবং ‘অজ্ঞ’ বলেও বর্ণনা করেছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, যার ফলে পাল্টা হামলা চালানো হয়।

 

ইরানের মাটিতে নতুন করে মার্কিন আগ্রাসনের ‘সম্ভাব্য প্রতিক্রিয়া’ সম্পর্কে তিনি বলেন, 

এ ধরনের দুঃসাহসিক কাজ আরও বেশি চূর্ণবিচূর্ণ এবং অনুশোচনাপ্রসূত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, যা ইতিহাসের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে।

 

ইসরাইলি সরকারের প্রতি ওয়াশিংটনের অবিচল সমর্থনের সাথে সামঞ্জস্য রেখে ট্রাম্পের আগ্রাসনের নির্দেশ (ইরানে) দেয়ার সিদ্ধান্তের নিন্দাও জানান পাকপুর।

 

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের প্রচেষ্টা ‘ইসরাইলি শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা বিসর্জন দেয়ার শামিল’। 

 

আরও পড়ুন: স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি: রাশিয়া

 

সূত্র: প্রেস টিভি

]]>
সম্পূর্ণ পড়ুন