ফের সিআইপি সম্মাননা পেলেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা আহমেদ মোত্তাকি

২ সপ্তাহ আগে
আবারও সিআইপি সম্মাননা পেয়েছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে অনিবাসী ক্যাটাগরিতে তাকে সিআইপি মনোনীত করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যদিয়ে তৃতীয়বারের মতো এই সম্মাননা পেলেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

সিআইপি নির্বাচিত হওয়ায় প্রবাসী আহমেদ মোত্তাকিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

 

মালদ্বীপে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের (এমআইসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ২২-২৩ অর্থবছরে শিল্পখাতে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সিআইপি নির্বাচিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

 

এবার অর্থাৎ ২৩-২৪ অর্থবছরে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন তিনি। 

 

আরও পড়ুন: স্পন্সর ভিসায় সুখবর, ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি

 

সিআইপি পুরুষ্কার গ্রহণ করে আহমেদ মোত্তাকি বাংলাদেশ সরকার ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের পণ্য বিদেশে আমদানি করে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি। 

 

তিনি আরও বলেন, এতে আমরা আনন্দিত। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রচেষ্টায় কোটি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে। 
 

আহমেদ মোত্তাকি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে মালদ্বীপে বসবাস করেছেন। তার প্রবাস জীবন মালদ্বীপের সরকারি স্কুলের শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। 

 

তার মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারক হিসেবে খ্যাতি পেয়েছে। তার দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। 

 

আরও পড়ুন: মালয়েশিয়া / প্রবাসী বাংলাদেশির স্বর্ণ ছিনতাই, পুলিশ সদস্যসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
 

]]>
সম্পূর্ণ পড়ুন