ফের বিতর্কে শুভমান, ৩০০ কোটির ধাক্কা খেতে পারে ভারতীয় বোর্ড

৪ সপ্তাহ আগে
ব্যাট হাতে পারফর্ম করলেও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের মাঝে আবারও বিতর্কের জন্ম দিলেন তিনি। এবার এমন এক কাণ্ড করেছেন গিল, যার জন্য ৩০০ কোটি রুপি গুণতে হতে পারে ভারতীয় বোর্ডকে।

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ব্যাট করছিলো ভারত। রানের পাহাড় গড়েও ইনিংস ঘোষণা করছিলো না তারা। চার বিরতির পর আরও ঘণ্টা খানেক ব্যাট করে অবশেষে ৮৩ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে ভারত। তখন সাজঘর থেকে বারান্দায় গিয়ে মাঠ থেকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেন শুভমান গিল। 

 

বারান্দায় এসে যখন দুই ক্রিকেটারকে ডেকে নেন গিল, তখন তার গায়ে ছিলো কালো রঙের ইনার। তাতে ছিলো নাইকির লোগো, আর তাতেই বাঁধে বিপত্তি। 

 

আরও পড়ুন: যুবরাজ সিংয়ের বাবার দৃষ্টিতে গিলের ট্রিপল সেঞ্চুরি মিসটি ফৌজদারি অপরাধ

 

ভারতের পুরুষ, মহিলা ও যুব দলের কিট স্পন্সর সনামধন্য ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিড্যাস। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে এই প্রতিষ্ঠানটির। অথচ অ্যাডিডাস স্পন্সর থাকা সত্ত্বেও গিল পড়েছেন নাইকির লোগো সম্বলিত ইনার। 

 

২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৭৫ লাখ টাকা করে দেবে তারা। ২০২৩ সালের জুন থেকে ২০২৮ সালের মার্চ, অর্থাৎ, চার বছর ৯ মাসের জন্য বোর্ডকে প্রায় ৩০০ কোটি টাকা দিতে হবে তাদের। 

 

এই পরিস্থিতিতে ভারতীয় অধিনায়ক তাদের বিরোধী সংস্থার লোগো লাগানো পোশাক পরলে তা ভালোভাবে নেবে না অ্যাডিডাস। বোর্ডের সঙ্গে কথা বলতে পারে তারা। যদি অ্যাডিডাস চুক্তি ভেঙে দেয় তা হলে অনেক লোকসান হবে বিসিসিআইয়ের।   

 

আরও পড়ুন: বৃষ্টির পর শুরু হলো খেলা, গোটা দিন টিকতে পারবে তো ইংল্যান্ড?

 

এর আগে হেডিংলেতে প্রথম টেস্টে দু’বার বিতর্কে জড়িয়েছিলেন শুভমান। প্রথমে কালো রঙের মোজা পরে খেলতে নেমেছিলেন তিনি। ক্রিকেটে সাদা রঙের মোজা ছাড়া কিছু পরা যায় না। পরের দিন অবশ্য সাদা মোজা পরে নামেন তিনি। 

 

এরপর ফিল্ডিং করার সময় জার্সির ভিতরে লাল রঙের একটা ইনার পরেছিলেন শুভমন। সেটাও টেস্টের নিয়মবিরুদ্ধ। সেই দুই ঘটনায় অবশ্য আইসিসি এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন