ফের পয়েন্ট খুইয়ে শিরোপার লড়াইয়ে পেছাল আর্সেনাল

৩ সপ্তাহ আগে
প্রিমিয়ার লিগে গত দুই মৌসুমেই শুরু থেকে শেষ পর্যন্ত শিরোপার জন্য জানবাজি লড়াই করেছিল আর্সেনাল। কিন্তু চলতি মৌসুমে লড়াই জমিয়ে তুলতে পারছে না তারা। এরই মধ্যে শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে আর্সেনাল। মিকেল আর্তেতার দল আগের দুই মৌসুমের ধারাবাহিকতা এবার দেখাতে ব্যর্থ। এবার এভারটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল গানাররা।

শনিবার (১৪ ডিসেম্বর) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।


লিগে টানা তিন ম্যাচ জেতার পর গত সপ্তাহে ফুলহ্যামের মাঠে ১-১ গোলে ড্র করে ফিরেছিল আর্সেনাল। এবার এভারটনের বিপক্ষে ঘরের মাঠে সাদামাটা পারফরম্যান্সে পয়েন্ট নষ্ট করল তারা।


আরও পড়ুন: পয়েন্ট হারিয়েও শীর্ষে লিভারপুল


রেলিগেশন অঞ্চলের ওপরে থাকা এভারটনের বিপক্ষে বল দখলে আধিপত্য ছিল আর্সেনালের। পরিষ্কার সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। সব মিলিয়ে ১৩টি শট নিলেও ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে গানাররা। অন্যদিকে এভারটন মাত্র ২টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।


১৬ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলেই ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। এভারটন ৩ জয় এবং ৬ ড্রয়ে ১৫ পয়েন্ট ১৫ নম্বরে। 

]]>
সম্পূর্ণ পড়ুন