বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-উইন্ডিজ। এই ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
প্রথম ম্যাচের জয়ী একাদশ থেকে এদিন একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা আফিফ হোসেনের বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজকে একাদশে ডেকেছে টাইগাররা।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের একাদশে নেই কোনো পরিবর্তন। আগের ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।
আরও পড়ুন: মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ১২০ রানের জয় বাংলাদেশের
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৪৭ রান করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করে ১৪০ রানে অলআউট হয় উইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রভমান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।
]]>