সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন চাই। সময়মতো নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে৷ তারা ভেবেছে তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি সেই দল ঘুরে দাঁড়াবে, ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে বিএনপি। বিএনপি তৈরি হচ্ছে শহীদদের প্রেরণায়। তারা চেষ্টা করছে বিএনপিকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেয়াতে।
আরও পড়ুন: বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা চলছে: ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি। আর যেনো ফ্যাসিস্ট না আসতে পারে সে প্রতিরোধ গড়বে বিএনপি।
লন্ডন বৈঠকের পর কারও কারও মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।