ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে পুরনো ব্যবস্থায় নয়: আখতার

৪ সপ্তাহ আগে
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো আপত্তি নেই জানিয়ে দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনে পুরনো ব্যবস্থা যেন টিকিয়ে রাখা না হয়। নতুন ব্যবস্থার আলোকে হতে হবে নির্বাচন।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

আখতার হোসেন বলেন, 

বাজারে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে আমরা নাকি সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চাই। কিন্তু বলে রাখছি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমাদের আপত্তি নেই, তবে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন যেন না হয়। নতুন ব্যবস্থার আলোকে নির্বাচন হতে হবে। পুরনো ব্যবস্থার অধিনে নির্বাচন হলে তা বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবে না। বিগর ৫০ বছরে মানুষ দেখেছে, ক্ষমতা পেলে মানুষের মাঝে ভদ্রতা থাকে না।

 

আরও পড়ুন: প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন: পাটওয়ারী

 

বাহাত্তরের সংবিধান অকার্যকর মন্তব্য করে এনসিপির এ নেতা বলেন, জুলাই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। জুলাই ডকুমেন্টের ফাইনাল ড্রাফট আসার আগেই ড. মুহাম্মদ ইউনূস নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন। কিন্তু বিচারপতি, সংবিধান, রাষ্ট্রপতি, নিরবাচন কমিশন সব জায়গায় সংস্কারের জন্য নতুন সংবিধানের বিকল্প নেই।

 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, 

নতুন সংবিধানের বন্দোবস্ত না হলে আমরা আবারও রাজপথে ফিরে যেতে একটুও ভাববো না। আমাদের শহীদরা বাংলাদেশের গুণগত সংবিধানের জন্য জীবন দিয়েছেন। কাটাছেঁড়া সংবিধানের জন্য তরুণরা জীবন দেননি। এসব করে ভবিষ্যত প্রজন্মকে মৃত্যুর মুখোমুখি করবেন না।

 

আরও পড়ুন: আসন দিয়ে আমাদের কেনা যাবে না: হাসনাত

 

‘পূর্ণাঙ্গ ও কার্যকর জুলাই সনদ চাই এবং এই সরকারের আমলে তা বাস্তবায়ন করতে হবে। দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জুলাই সনদের আইনি ভিত্তি ফিরিয়ে দিতে হবে’, যোগ করেন আখতার হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন