চাওয়াটা দীর্ঘ দিনের। সংখ্যার হিসেবে ছেলেদের বিপিএল শুরু হলো এক যুগ ছাড়িয়েছে। নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কবে হবে এ নিয়ে আক্ষেপ ছিলো টাইগ্রেসদের। নাজমুল হাসান পাপনের বোর্ড এতদিনে যা করে দেখাতে পারেনি তাই করছে ফারুক-ফাহিমের বিসিবি।
যদিও ছেলেদের মতো বড় পরিসরে নয়, উমেন্স বিপিএল হবে তিন দল নিয়ে। ডবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্ট হবে হোম অব ক্রিকেটে। থাকবে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগও। এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
আরও পড়ুন: প্লে অফে এক পা রংপুরের, অন্য দলগুলোর অবস্থান কোথায়?
নাজমুল আবেদীন ফাহিম বলেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’
তবে সেখানে প্রশ্ন আসে কেন মোটে তিনটা দল! উত্তরে মানসম্মত নারী ক্রিকেটারের অপ্রতুলতা আসে সামনে। বিসিবির এই পরিচালক বলেন, 'চারজন বিদেশি খেলোয়াড় যদি আমরা অন্তর্ভুক্ত করতে চাই, সে ক্ষেত্রে দলগুলোর ওপর যে আর্থিক চাপ পড়বে তা এই মুহূর্তে দলগুলো নিতে চাচ্ছে না। আর আমাদের নিজস্ব খেলোয়াড়দের এক্সপোজার দেয়ার যে সুযোগটা সেটা আমরা দিতে চাই। সে জন্য আমরা চারটা দল না করে তিনটা দল করেছি, যেন ভালো কম্পিটিশন হয়।
আরও পড়ুন: সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন উইকেটপ্রতি ১১ রানও খরচ করছেন না
তবে চলমান বিপিএল নিয়ে স্বস্তিতে নেই বিসিবি। নানা অনিয়ম, অপেশাদারিত্বের খবর চাউর হয়েছে বিশ্বগণমাধ্যমে। নারীদের বিপিএলে এই ভুল থেকে শিক্ষা নিতে চায় বোর্ড। ফাহিম বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে আয়োজন করতে পারিনি, সে ব্যাপারে সন্দেহ নেই। তবে আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার (বিপিএল) ব্যাপারে আমরা এই অভিজ্ঞতা ডেফিনিটলি কাজে লাগাবো।'
এবার তিন দল নিয়ে আয়োজন হলেও ভবিষ্যতে নিয়মিত আয়োজনের পাশপাশি দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আছে বিসিবির।