ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না: দুদু

৪ সপ্তাহ আগে
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শক্তি ঠেকাতে পারবে না। বাংলাদেশের মানুষ তার পছন্দের নেতাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।


তিনি বলেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিই দেশের হাল ধরতে পারবেন। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান তিনি।


আরও পড়ুন: নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে: দুদু


এর আগে সভায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন