সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিই দেশের হাল ধরতে পারবেন। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে: দুদু
এর আগে সভায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>