ফেনীতে ১৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

৪ সপ্তাহ আগে
ডাকাতি, চুরি ও মাদকের ১৬ মামলার পলাতক আসামি মো. নূর হোসেন সাদ্দাম ওরফে রিয়াদ (২৬) অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।

র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৭ জুলাই) এ তথ্য জানানো হয়।

 

এর আগে রোববার (৬ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেফতার সাদ্দাম ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নূর মোহাম্মদ ওরফে নূর আহমদ।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফেনী মডেল থানায় ডাকাতির মামলায় ওয়ারেন্টভুক্ত এই পলাতক আসামি বর্তমানে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: ফেনীতে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

 

সিডিএমএস বিশ্লেষণে দেখা গেছে, সাদ্দামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, হালিশহর, ডাবলমুরিং, ফেনী সদর, ফুলগাজী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ডাকাতি, চুরি ও মাদকের ১৬টি মামলা রয়েছে।

 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম. মোজাফফর হোসেন বলেন, ‘গ্রেফতার নূর হোসেন সাদ্দামকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

]]>
সম্পূর্ণ পড়ুন