ফেনীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নিরাপত্তাকর্মীর সন্ধান মেলেনি

১ সপ্তাহে আগে
ফেনীর ফুলগাজীতে আবদুল কাইয়ুম (৫৮) নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নিখোঁজের দুদিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এর আগে উপজেলার বাকুলা পাথরের গথিয়া ব্রিজ সংলগ্ন খালে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ আবদুল কাইয়ুম উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাওলানা সমাজের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি ফেনী শহরে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
 

কাইয়ুমের প্রতিবেশী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজী বলেন, সোমবার সকালে মাছ ধরে কাইয়ুম তার বড় ভাই এবাদ উল্লাহর মাধ্যমে বাড়িতে মাছ পাঠান। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন।


আরও পড়ুন: ফেনীতে অস্ত্র ও ডাকাতির ১০ মামলার আসামি গ্রেফতার


এদিকে নিখোঁজের পর তার স্বজনরা স্থানীয় জেলেদের সহায়তায় খালে খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মালাকার চন্দ্রের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টাব্যাপী কয়েকটি স্থানে অভিযান চালায়। তবুও নিখোঁজ কাইয়ুমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
 

এ ব্যাপারে ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ইতোমধ্যে ঘটনাটি অবগত হয়েছি। নিখোঁজ ব্যক্তির স্ত্রী সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন