সূত্র জানায়, দালাল চক্র প্রথমে রোহিঙ্গাদের ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলায় নিয়ে রাখে। পাচার করতে ব্যর্থ হয়ে পরে আবার শহরে এনে তোলে। সেখানেই তারা ধরা পড়ে। আটক দালাল মো. আবদুল মান্নান ফেনীর পরশুরামের কালিনগর এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, মান্নানের কাছ থেকে ৩টি বাংলাদেশি পাসপোর্ট, ১৭টি এনআইডি ও বেশ কিছু জন্ম নিবন্ধনের কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইন, পাসপোর্ট ও স্ট্যাম্প জালিয়াতি আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লার ১৬ মামলার আসামি ফেনীতে গ্রেফতার
আটক রোহিঙ্গারা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে তাদের ফেনীতে আনা হয়েছিল। পরে ভারতের সীমান্তবর্তী এলাকায় নেয়া হলেও পাচারে ব্যর্থ হয়ে আবার শহরে আনা হয়।
ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. গোলাম মোস্তফা জানান, দালাল আবদুল মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া শেষে ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ চলছে।
]]>