ফেনীতে বেদে পল্লীতে হামলা-লুটপাট, শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

৩ দিন আগে
চাঁদা না পেয়ে ফেনী লালপোল বেদে পল্লীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে সদর উপজেলার কালিদহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বেদে পল্লীর সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় মুদি দোকানদার মো. দুলাল মিয়া, সৌদি প্রবাসী মো. শহীদুল্লাহ্, মনিরুজ্জামান, স্বর্ণ-রূপা সন্ধানকারী মো. চৌধুরী হোসেন, চা দোকানি আফিয়া বেগম ও রজ্জবের নেছা। তারা অভিযুক্ত সাহাব উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


ভুক্তভোগীরা জানান, সাহাব উদ্দিন বেদে সম্প্রদায়ের নিকট নগদ এক লাখ টাকা চাঁদা ও প্রতিরাতে একজন করে যুবতী মেয়ে পাঠানোর দাবি করেন। তারা এ দাবি প্রত্যাখ্যান করলে গত ২৯ জুন প্রায় ২০০ সন্ত্রাসী নিয়ে পল্লীতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও কুপিয়ে জখম করে।


রজ্জবের নেছা বলেন, 'আমরা গরীব, দারিদ্র্যসীমার নিচে বাস করি। আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, ক্ষতিপূরণ চাই ও দোষীদের শাস্তি দাবি করছি।'


আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীতে বিক্ষোভ কর্মসূচি


চা দোকানি আফিয়া বেগম বলেন, 'আমি ছোট্ট চা দোকান চালিয়ে সংসার চালাই। গত ৯ মাস ধরে সাহাব উদ্দিন নানা অজুহাতে আমাদের পল্লীতে এসে নির্যাতন করে যাচ্ছে। সে আমাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।'


এ ঘটনায় ভুক্তভোগী রাশেদা ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন