বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত নারীর নাম জহুরা বেগম (৪২)। তিনি তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. সালামের স্ত্রী।
র্যাব জানায়, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সন্দেহভাজন পরিবহনে যাত্রীদের তল্লাশি চালানো হয়। রাত ১২টার দিকে গোবিন্দপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জোহুরা বেগমকে আটক করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা নারীকে নাগরিক সনদ দেয়ায় চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা। যাছাই-বাছাই শেষে জব্দকৃত মালামালসহ ওই নারীকে বৃহস্পতিবার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফেনীতে র্যাবের হাতে ইয়াবাসহ আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·