ফেনীতে বন্যা দুর্গত মানুষের পাশে বিজিবি

৪ সপ্তাহ আগে
ফেনীর পরশুরামে বন্যা দুর্গত শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যাকবলিত ২০০ জনকে খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ডিম ভুনা, সবজি, ডাল, খিচুড়ি ও পানি।


এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মো. নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডারগণ, পরশুরাম থানার ওসি নুরুল হাকিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির বলেন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালানরোধ এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তায় বিজিবি সবসময় সক্রিয় থাকবে।


আরও পড়ুন: ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা


প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে গত রাতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৫টি স্থান ভেঙে গেছে। এর ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, যা হাজারো মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন