গত ২৭ মে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের এনায়েত নগর গ্রামে কেএমসি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃত কিশোরীর পরিবার প্রথমে স্থানীয়ভাবে উদ্ধার চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরণ মামলা দায়ের করে।
আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও নারী পুলিশের সহায়তায় কিশোরীকে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর পার্বতী মাঝিবাড়ি এলাকা থেকে সোমবার সকালে উদ্ধার করে।
অপরদিকে, গত ২৭ আগস্ট ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবিরহাট এলাকা থেকে আরও এক ১৬ বছরের কিশোরীকে অপহরণ করা হয়। একইভাবে পরিবার ব্যর্থ হয়ে আইনের দ্বারস্থ হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে।
আরও পড়ুন: কক্সবাজারে চাকরির প্রলোভনে ডেকে এনে অপহরণ ও হত্যা, গ্রেফতার ৩
এ মামলার তদন্তের দায়িত্বও পায় পিবিআই। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং নারী পুলিশ সদস্যদের সহায়তায় অপহৃত কিশোরীকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুন কুটিয়া এলাকা থেকে রোববার রাতে উদ্ধার করা হয়।
পিবিআই ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া কিশোরীদের বয়স নির্ধারণ এবং ধর্ষণের আলামত শনাক্তে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর বিকেলে তাদের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।