ফেনীতে ডাকাতি-হত্যাচেষ্টা মামলায় পলাতক ২ আসামি গ্রেফতার

২ সপ্তাহ আগে
ফেনীতে পৃথক অভিযানে ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২০ জুন) রাতে ফেনী শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গ্রেফতার মো. ইউসুফ ফেনী সদর উপজেলার বিরিঞ্চি এলাকার আব্দুল গোফরানের ছেলে ও মো. ইয়াছিন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।


আরও পড়ুন: যুবলীগের সেই মতিন সরকার ঢাকায় গ্রেফতার


র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদ আসে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউসুফ ফেনী রেলস্টেশন এলাকায় অবস্থান করছেন। র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই রাতে অপর অভিযানে ফুলগাজী থানার একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ইয়াছিনকে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে।


র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন