বৃহস্পতিবার (৯ অক্টোবর) সদর উপজেলার শর্শদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একজন রাঙামাটি সদর থানার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে শর্শদি এলাকার রেললাইন থেকে জিকেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়। রেললাইনে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ট্রেনে কাটা পড়েন বলে ধারণা পুলিশের।
আরও পড়ুন: রেললাইনে হেডফোনে গান শুনছিলেন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
এর আগে, দুপুর ২টার দিকে শর্শদি ও গুণবতী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে লুঙ্গি আর শার্ট ছিল।
এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘কোন ট্রেনে কাটা পড়ে এসব দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।’