নিহত সমীর কুমার দাস দাগনভূঞা উপজেলার রামানন্দপুর গ্রামের কার্তিক কুমার দাস ও রিনা রানী দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা সমীর কুমার দাসকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ২
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ দিকে নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।’

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·