ফেনী সীমান্তে আরও ৪ জনকে পুশইন

২ সপ্তাহ আগে
ফেনী সীমান্তে আরও চার বাংলাদেশিকে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় এলাকা দিয়ে একই পরিবারের এই ৪ জনকে পুশইন করা হয়।


তাদের বিজিবি টহল দল হেফাজতে নিয়ে থানায় হস্তান্তর করেছে।


তারা হলেন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব মাইজভান্ডার গ্রামের মোহাম্মদ তোহিদুল আলম, তার স্ত্রী হাজেরা খাতুন, ছেলে মো. শোয়েব ও মেয়ে মোছাম্মৎ শবনম।


বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে বিজিবির সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।


আরও পড়ুন: খাগড়াছড়ির দুই সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন


জিজ্ঞাসাবাদে তোহিদুল আলম জানান, ১৯৭৯ সালে স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে ভারতে যান তিনি। সেখানে তাদের ছেলে ও মেয়ের জন্ম হয়, দীর্ঘদিন তারা সেখানেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে মুম্বাই থেকে আগরতলায় পাঠায়। পরে ত্রিপুরা সীমান্ত হয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।


এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘৪ বাংলাদেশিকে বিএসএফের পুশইনের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’


ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, ৪ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের চট্টগ্রামের গ্রামের বাড়িতে স্বজনদের খবর দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।


এরআগে, গত ২ মাসে ৪ দফায় ৬৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

]]>
সম্পূর্ণ পড়ুন