মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের আগামী ৯০ দিনের মধ্যে সকল ক্লাস ও হল কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে সকল কার্যক্রম পরিচালিত হবে।
কমিটিতে শাহরিয়ার আল সোহান, মুনতাসির রহমান সামী পাটোয়ারী, শাহাদাত হোসেন সাজ্জাদসহ ৩০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এছাড়াও ৪১ জনকে সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির সদস্যরা বিজয় মিছিল করেছে।
আর পড়ুন: একযুগ পর জন্মভিটায় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ, দিলেন প্রার্থী হওয়ার ঘোষণা