রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ওপর সাদপন্থিদের হামলার প্রতিবাদ ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফেনী জেলার কোনো মসজিদে সাদপন্থিদের কার্যক্রম চলতে দেয়া হবে না। তাবলিগের নামে একজন ডাকাতের প্ররোচণায় আমার ভাইদের রক্তে টঙ্গীর নদী লাল হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা পরিকল্পিতভাবে বিশ্ব ইজতেমায় ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে। তাবলিগ জামাতের সংকট বাংলাদেশ থেকে নয়, ভারতের দেওবন্দ থেকে এ সংকট তৈরি হয়েছে।
আরও পড়ুন: ইজতেমা মাঠে সংঘর্ষ: সাদপন্থি মুয়াজ রিমান্ডে
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিশ্ব ইজতেমায় হামলায় ফেনী থেকে অংশ নেয়া সাদপন্থিদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়।
প্রসঙ্গত, গত বুধবার (১৮ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীতে তাবলিগের দুগ্রুপের সংঘর্ষে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরো শতাধিক মুসল্লি, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
]]>