ফেডারেশন কাপে সেরার পুরস্কার জিতলেন যারা

১ সপ্তাহে আগে
টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের চতুর্থ শিরোপা জিতল বসুন্ধরা কিংস। মঙ্গলবার (২৯ এপ্রিল) ফাইনালের বাকি ১৫ মিনিটের খেলায় গোল করতে পারেনি কোনো দল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আবাহনীর এমেকার গোল ঠেকিয়ে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আর তাতেই ৫-৩ ব্যবধানে জয় পায় বসু্ন্ধরা কিংস।

ফেডারেশন কাপ শেষে সেরা গোলদাতা হয়েছেন সাত জন। এবারের ফেডারেশন কাপের ২৪ ম্যাচে গোল হয়েছে ৭২টি। তিনটি করে গোল করা ৭ জন পেয়েছেন সর্বাধিক গোলের পুরস্কার। 

 

আরও পড়ুন: ইতিহাসের দীর্ঘতম ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা

 

মঙ্গলবার ফাইনাল শেষে সর্বাধিক গোলদাতার পুরস্কার প্রদান করা হয়েছে বসুন্ধরা কিংসের তপু বর্মন ও আবাহনীর মোহাম্মদ ইব্রাহীমকে। অন্য ৫ জন হলেন- মোহামেডানের আরিফ হোসেন, রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন ও স্যামুয়েল বোয়েটেং, ব্রাদার্সের সাজ্জাদ হোসেন ও মুস্তাফা দ্রামাহ।   

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়ে কিংস কোচ বললেন, ‘গত সাত দিন ঘুমাইনি’

 

ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। টুর্নামেন্টসেরা গোলরক্ষক হয়েছেন আবাহনীর মিতুল মারমা এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরা কিংসের তপু বর্মন। 

 

ফেয়ার প্লে ট্রফি জিতেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পুরোনো ঢাকার এই ক্লাবটি এলিমিনেশন ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যায় বসুন্ধরা কিংসের কাছে।

]]>
সম্পূর্ণ পড়ুন