নিহত মমতা একই গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মমতা। সেদিন আর বাড়ি ফেরেনি সে। এর আগে বুধবার স্কুলে জুতা ফেলে এসেছিল মমতা। বৃহস্পতিবার সকালে সেই জুতা আনতে গিয়ে প্রথমে স্কুলে যায়, এরপর ফুফুর বাড়িতে খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে ভেসে এলো মরদেহ, জানা যায়নি পরিচয়
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।