এক হামজাকে কেন্দ্র করে আবারও দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। ঠিক যেমন লিওনেল মেসিকে ঘিরে দেখে আর্জেন্টিনা। তবে এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ে দুটো ম্যাচ হামজার খেলা হয়ে গেলেও জয় অধরাই রয়ে গেছে। সেই তাড়না থেকেই তৃতীয় বারের মতো মিশন শুরু করতে যাচ্ছেন লেস্টার সিটি তারকা।
বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী বলেন, 'অবশ্যই না। এটা দলীয় গেম। এমনকি মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই। ফুটবল কখনও একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই।'
আরও পড়ুন: সকালে ঢাকায় পা রেখে বিকেলেই অনুশীলন করলেন হামজা
এশিয়ান কাপ রেসে টিকে থাকতে হংকং ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। সিঙ্গাপুর ম্যাচ হেরে সেই পথ কঠিন করে তুলেছে বাংলাদেশ। সেই ম্যাচে হ্যাভিয়ের কাবরেরার কৌশল ছিলো প্রশ্নবিদ্ধ। তবে হামজা চৌধুরী মোটেও ভাবছেন না তেমন কিছু। বিগত দিনের চিন্তা ঝেড়ে ফেলে সম্মিলিত প্রচেষ্টায় সামনের ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখছেন তিনি।
হামজা চৌধুরী বলেন, 'কোচ সব বড় সিদ্ধান্ত নেন। কিছু বিষয়ে আমাকে জিজ্ঞেস করে। সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। আমি মনে করি না সিঙ্গাপুর ম্যাচে পরিকল্পনা কাজ করেনি। দুই গোল আমরা খেয়েছি। আরও ভালো ডিফেন্স করলে হয়তো গোল খেতাম না। শেষ দিকে আমরা পেনাল্টি পেতাম। কখনও কখনও সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। তবে আমি বিশ্বাস করি, কোচ-টিম একসঙ্গে ভালোভাবে কাজ করছে। হংকং ভিন্ন চ্যালেঞ্জ, আমরা বিশ্বাস করি অবশ্যই উইন করতে পারবো।'
তবে হংকং ম্যাচের আগে দলের বেশ কিছু ইনজুরি নিয়ে বিপাকে বাংলাদেশ। এখনও প্রত্যাশা করা হচ্ছে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন সবাই।