গত ২৮ নভম্বেরের পর থেকে চেলসি শিবিরে দেখা যায়নি মুদ্রিককে। ইউরোপা কনফারেন্স লিগে হেইডেনহেইমের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছিলেন তিনি। এরপর প্রিমিয়ার লিগ ও কনফারেন্স লিগ মিলিয়ে দলের হয়ে ৫ ম্যাচ মিস করেছেন তিনি। অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিলেন বলে উল্লেখ করেছে চেলসি।
তবে এতদিন পর বেরিয়ে আসলো আসল খবর। অসুস্থতা নয়, ডোপ টেস্টে ধরা পড়ে তিনি নিষিদ্ধ হয়েছেন। যার কারণে তাকে স্কোয়াডে যুক্ত করতে পারেননি কোচ এনজো মারেস্কা।
চেলসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্লাব এবং মিখাইলো ফুটবল এসোসিয়েশনের (এফএ) পরীক্ষার কার্যক্রমকে পুরোপুরি সমর্থন দিচ্ছে। আমাদের ক্লাবের সকল খেলোয়াড় নিয়মিত (ডোপ) পরীক্ষায় অংশ নেন। মিখাইলো স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে, তিনি জেনেবুঝে নিষিদ্ধ কোনো উপাদান গ্রহণ করেননি।’
আরও পড়ুন: আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লুকমান
এদিকে সামাজিক মাধ্যমে মুখে খুলেছেন মিখাইলো নিজেও। পরীক্ষায় নিষিদ্ধ উপাদান ধরা পড়ায় তিনি হতবাক। তিনি বলেন, ‘আমি এটা নিশ্চিত করতে পারি, আমাকে জানানো হয়েছে যে এফএ’কে দেয়া আমার নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে। যা শুনে আমি হতবাক। আমি কখনো জেনেবুঝে কোনো নিষিদ্ধ উপাদান গ্রহণ করিনি এবং কোনো নিয়মও ভাঙিনি। আমি আমার দলের সঙ্গে কাজ করে এটা কীভাবে ঘটলো, সে বিষয়ে অনুসন্ধান করব। আমি জানি, আমি ভুল কিছু করিনি এবং আশাবাদী শিগগিরই মাঠে ফেরার ব্যাপারে।’
২০২৩ সালের জানুয়ারিতে ৮৯ মিলিয়ন পাউন্ড খরচে ৮ বছরের চুক্তিতে মুদ্রিককে দলে ভিড়িয়েছিল চেলসি। এখন পর্যন্ত দলের হয়ে ৭৩ ম্যাচ খেলে ১০ গোল করেছেন তিনি। তবে আবার কখন মাঠে ফিরতে পারেন সেটা নিয়ে আছে সংশয়। আপাতত তাকে সাময়িক নিষিদ্ধ করেছে এফএ। পরবর্তী পরীক্ষা শেষে আসতে পারে নতুন সিদ্ধান্ত।
আরও পড়ুন: লামিনি ফাতিকে দলে ভেড়াচ্ছে রিয়াল
এর আগে ডোপ টেস্টে নিষিদ্ধ উপাদান ধরা পড়ায় ৪ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। যদিও পরবর্তীতে তার শাস্তি কমিয়ে দেড় বছর করা হয়েছে।
]]>