ফুটবল ছেড়ে অলিম্পিকে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছেন চেলসির তারকা

২ সপ্তাহ আগে
একটা সময় মিখাইলো মুদ্রিককে ইউরোপের অন্যতম সেরা প্রতিভা হিসেবেই ধরা হচ্ছিল। ২০২৩ এর জানুয়ারিতে চেলসি ১০০ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে ভিড়িয়েছিল। বজ্রগতির দৌড়, স্কিল আর ড্রিবলিংয়ে এই ইউক্রেনীয় প্রতিপক্ষের ডিফেন্ডারদের আতঙ্ক হয়ে উঠবে বলে আশা করেছিল চেলসির সমর্থকরা। কিন্তু ডোপিং নিষেধাজ্ঞায় মুদ্রিকের ফুটবল ক্যারিয়ার এখন অনিশ্চিত।

ডোপিংয়ের অভিযোগে ফুটবল থেকে নিষেধাজ্ঞায় থাকা মিখাইলো মুদ্রিক ক্যারিয়ারের 'চমকপ্রদ' পরিবর্তনের কথা ভাবছেন। ফুটবল ছেড়ে স্প্রিন্টের ট্র্যাকে নাম লেখানোর কথা ভাবছেন এই ইউক্রেনীয়। ২০২৮ এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারেন তিনি।  


এফএ চলতি বছরের ১৮ জুন নিশ্চিত করে যে মুদ্রিকের বিরুদ্ধে অ্যান্টি-ডোপিং নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মাত্র ২৪ বছর বয়সেই তিনি কার্যত ফুটবল থেকে ছিটকে পড়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। সুনাম নষ্ট হয়ে গেছে, চেলসির পরিকল্পনায়ও তার জায়গা অনিশ্চিত—ফলে তিনি বাধ্য হচ্ছেন বিকল্প পথ খুঁজতে।


মার্কার রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার লিগ অভিষেকে ঘণ্টায় ৩৬.৬৭ কিমি গতিতে দৌড়ে চমক দেখানো মুদ্রিক এখন তাকিয়ে আছেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের দিকে। তার পরিকল্পনা?–ইউক্রেনের হয়ে স্প্রিন্টে দৌড়ানো এবং তার দারুণ গতিকে ট্র্যাকের পদকে রূপান্তর করা।

 

আরও পড়ুন: চীনের কাছে ফুটবলীয় সহায়তা চায় বাংলাদেশ, চীন চায় ক্রিকেটে


ইতিমধ্যেই তিনি ইউক্রেনের জাতীয় স্প্রিন্ট দলের সঙ্গে কাজ শুরু করেছেন। সাবেক অলিম্পিয়ানদের তত্ত্বাবধানে তিনি বিস্ফোরক গতি ট্র্যাকের অনুশীলনে কাজে লাগাচ্ছেন। কিয়েভের কোচরা বিশ্বাস করেন, তার সম্পূর্ণ প্রাকৃতিক গতি বিরল এক প্রতিভা, যা শৃঙ্খলা ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে অ্যাথলেটিকসে সফলতায় রূপ নিতে পারে।


তবে মুদ্রিকের পথ সহজ হবে না। গেমসে জায়গা পেতে হলে তাকে প্রথমে বিশ্ব অ্যাথলেটিকসের নির্ধারিত কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে, তারপর ২০২৭ সালে ইউক্রেনের ট্রায়ালে উত্তীর্ণ হতে হবে। কেবল তবেই তিনি লস অ্যাঞ্জেলেসের টিকিট কেটে নিতে পারবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন