রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পুরান পল্টন মোড় ঘুরে বিজয়নগরে এসে তা শেষ হয়। বিকোষভ মিছিল থেকে ‘ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ স্লোগান দেয়া হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়। এ সময় বক্তারা জাতিসংঘকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। অন্যদিকে সারা বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকারও কথা বলেন তারা।
এ সময় গণঅধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ যুক্ত করার আহ্বান জানান।
আরও পড়ুন: ফিলিস্তিনে পরিচালিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক ছাত্রদলের
]]>