নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে আম্বরখানায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
আরও পড়ুন: প্রতিবাদ মিছিলের মধ্যে যারা লুটপাট করেছে তারা মানবতার কলঙ্ক: দুদু
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়।’
আরও পড়ুন: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে বিক্ষোভ
তিনি আরও বলেন, ‘যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই। আমাদের আন্দোলন গণহত্যা বন্ধ হওয়া পর্যন্ত চলমান থাকবে।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাসহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।